Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

                       ভান্ডারীকান্দি ইউনিয়ন ওয়েব পোর্টালে আপনাকে স্বাগতম !

                        Welcome to Bhandarikandi Union Web Portal !


►গ্রাম পুলিশের দায়িত্ব

গ্রাম পুলিশের দায়িত্ব

01) গ্রামের খারাপ লোকের চরিত্র সংশোধন করা এবং তাদের উপর নজর রাখা।

02) চুরি, ডাকাতি, খুন, বে-আইনীঅস্ত্রব্যবহার, চোরাচালানী, খারাপকাজ, এসবদমনকরা।

03) সরকারী মালামাল দেখা শুনা করা।

04) প্রয়োজনে গ্রাম পাহারা দেয়া।

05) আইন-শৃখলারক্ষা এবং চোরাচালান দমনে সাহায্য করা।

06) গ্রামে ঝগড়া বিবাদ মিমাংসা করা এবং  শান্তি রক্ষা করা।

07) পরিবারের সবায় মিলে বেশী বেশী কাজ করা।

08) সারা বছর জমিতে ফসল, ফলমুল ও শাক-সব্জির আবাদ করা।

09) গরু, ছাগল, হাঁস, মুরগী পালন করা।

10) কুটির শিল্পের কাজ করা।

11) বেশী আয় করা এবং কমখরচকরে অর্থসঞ্চয় করা।

12) বই পড়ে জ্ঞান লাভ করা।

13) পরিবার ছোট রাখা ও ২ টির বেশী সন্তান না নেয়া।

14) গ্রাম কে নিরক্ষর মুক্ত করা।

15) নৈতিকতা জ্ঞানে সমৃদ্ধ দেশ প্রেমিক নাগরিক গঠন করা।

16) স্বাস্থ্য সম্মত লেট্ট্রিন তৈরী ও টীকাদানক র্মসূচীতে অংশ গ্রহণ  করা।

17) ক্লাব সমিতি গঠন করা।

18) নিয়মিত ব্যাংক ঋনের কিস্তিপরি শোধ করা।

19) পরিবারের প্রত্যেক ১০ টি করে গাছ লাগানো।

20) জাতীয়/প্রাকৃতিক দূযোর্গ মোকাবেলা কার্যক্রমও পূনর্বাসন কাজে অংশ নেয়া।

21) দেশের সার্ব ভৌমম্ব রক্ষায় প্রশিক্ষণনিয়ে প্রস্ত্তত থাকবো।

22) দেশের আইন- শৃখলা উন্নয়নে ও চোরাচালান দমনে সর্বদা নিজেদের নিয়োজিত রাখবো।

23)১ বা ২সন্তানের আদর্শ পরিবার গড়বো।

24) গ্রাম/মহল্লা নিরক্ ষমুক্ত করবো।

25) প্রতি টি পরিবারকে স্বাস্থ্য সম্মত লেট্টিন তৈরীতে উদ্বুদ্ধ করব।

26)পরিস্কার পরিচ্ছন্ন গ্রাম/মহল্লা গড়ে তুলবো।

27) উন্নয়ন বার্তা গ্রামেগঞ্জে ছড়িয়ে দেবো।

28) ১০ টি করে গাছ লাগাবো।

29) মাদক মুক্ত সমাজ গড়ে তুলবো।

30) প্লাটুনকে সক্রিয় রেখে ঐক্যবদ্ধ ভাবে কাজ করবো।

31) সঞ্চয়ের অভ্যাস গড়ে তুলবো এবং স্বনির্ভর হবো।